স্পোর্টস আপডেট ডেস্কঃ সম্প্রতি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কে নিয়ে সমালোচনার জবাবে হতাশা প্রকাশ করে তামিম ইকবাল বলেছেন, ‘দেশের মানুষদের বোঝা উচিত। যখন মাশরাফির বিষয়ে কথা বলছি, তখন একবার যেন ভাবি বাংলাদেশ দলকে উনি কি দিয়েছেন।’
শনিবার সংবাদ সম্মেলনে তামিম আরও বলেন, ‘আমার কথা বাদ দেন, মাশরাফি ভাইয়ের কথা বলি। যারা এ কথাগুলো বলছে এবং যারা এ কথাগুলো লিখছে তারা যদি কথাটা বলার আগে কিংবা লেখার আগে দুটো মিনিট একটু চিন্তা করে, আমরা কাকে নিয়ে কথা বলছি। তিনি ১৫-১৬ বছরে কী করেছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য।’
তামিম বলেন, ‘এখন বলা হচ্ছে মাশরাফি আনফিট। যদি আনফিট বলতে হয় তাহলে সে ১০-১৫ বছর ধরেই আনফিট। তার দুটো হাঁটু লম্বা সময় ধরে ভালো নেই। দশ বছর তো আমরা বিষয়টা আবেগের চোখে দেখেছি। এখন একটু ১৯-২০ হচ্ছে বলে এটাকেই এখন অন্য চোখে দেখছি।
তামিম আরও বলেন, ‘এমন একটা ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলছি যে তার হাত ধরে কিন্তু আমরা আজ এখানে এসেছি। তিনি যা করেছেন বাংলাদেশ দলের জন্যই করেছেন। তাকে নিয়ে এভাবে মন্তব্য করা কিংবা আলোচনা করা খুবই আনফেয়ার। তিনি যেটা পাচ্ছেন সেটির চেয়ে আরও একটু সম্মান তিনি পেতে পারেন।
সমালোচকের তালিকায় আছেন বিদেশি সাবেক ক্রিকেটাররাও। তবে এসব সমালোচনা মাথায় তুলতে চান না এই বাংলাদেশি ওপেনার। ওই ক্রিকেটারদের সমালোচনা করে বলেন, এসব মাথায় নিতে চাই না। বিদেশি কিছু সাবেক ক্রিকেটারও বলেছেন শুনেছি। তারা নিজেদের ক্যারিয়ারে কী করেছেন, সেটা আমার প্রশ্ন।’
দেশবাসীকে ভালো-খারাপ সবসময় পাশে থাকার আহ্বান জানিয়ে তামিম বলেন,‘ভালো খেললেই যে আপনারা আমাদের পাশে থাকবেন, বিষয়টা তেমন নয়। যখন কেউ খারাপ খেলবে তখনও তার সঙ্গে থাকতে হয়। এ রকম বড় ইভেন্টে সব খেলোয়াড় ভালো খেলে না। কিছু কিছু খেলোয়াড় খেলে। যারা চ্যাম্পিয়ন হয় তাদেরও কিন্তু সব খেলোয়াড় ভালো খেলে না। কয়েকজন খেলে। এসব নিয়ে যত কম কথা হবে ততই ভালো।’