না ফেরার দেশে বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
না ফেরার দেশে বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী - Shera TV
সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

না ফেরার দেশে বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

ডেস্ক রিপোর্ট: 

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই।

আজ বৃহস্পতিবার কানাডার টরন্টোর স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কবির জামাতা নাদিম ইকবাল।

কবি আসাদ চৌধুরী বাংলাদেশের প্রধান কবিদের অন্যতম। তিনি তার আকর্ষণীয় বাচনভঙ্গী, টেলিভিশনে জনপ্রিয় সব অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য পরিচিত।

এ ছাড়া তিনি তার ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি করেও মানুষের মন জয় করেছেন। মৌলিক কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী এবং অণুবাদকর্মে তার অবদান প্রণিধানযোগ্য।

১৯৮৩ সালে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। এ ছাড়া একই বছর তিনি সম্পাদনা করেন বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গ্রন্থ ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু।’

কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তার মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম। কবির পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী ওরফে ধনু মিয়া।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360