দেশের উদ্যোক্তাদের ফ্রি অফিস স্পেস দেবে সরকার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
দেশের উদ্যোক্তাদের ফ্রি অফিস স্পেস দেবে সরকার - Shera TV
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

দেশের উদ্যোক্তাদের ফ্রি অফিস স্পেস দেবে সরকার

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: দেশের নতুন উদ্যোক্তাদের জন্য ছয় মাসের ফ্রি অফিস স্পেস সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (৩১ আগস্ট ২০১৯) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারের স্টার্টআপ সভাকক্ষে ‘বেইজিং নির্ভর নারীদের জন্য স্টার্টআপ প্রতিযোগিতা শি লাভস টেক’ শীর্ষক এক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন৷

তিনি বলেছেন, সারদেশে ২৮টি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। যেখানে, একজন নতুন উদ্যোক্তা ছয় মাসের জন্য সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। এর মাধ্যমে সারা দেশে স্টার্টআপদের জন্য একটি ইকোসিস্টেম গড়ে তোলা হবে।’

 

তিনি আরও বলেন, ‘একজন নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে, তখনই সে দেশের নারীর ক্ষমতায়ন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। আইসিটি খাতে দৃশ্যমানভাবে নারীদের অংশগ্রহণ বাড়াতে পারলেই দেশে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়ার উপদেষ্টা টিনা এফ জাবীন, রিটস ব্রাউজারের সিইও কেএম রাশেদুল মাজিদসহ আইসিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য,টার্টল ভেঞ্চার, আইওবিই এবং ইএমকে সেন্টারের উদ্যোগে আয়োজিত বেইজিং নির্ভর নারীদের জন্য আন্তর্জাতিক স্টার্টআপ ‘শি লাভস টেক’ শীর্ষক এ প্রতিযোগিতা আয়োজিত হয়। চীনের বেইজিং এ প্রতিযোগিতার মূল আসরে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি দল এতে অংশ নেবেন। বাংলাদেশ পর্বে সাতটি দলের মধ্যে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী দল বেইজিং এ মূল অংশে যাওয়ার সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360