সরকারি ভাবে ফ্রি আইটি প্রশিক্ষন পাবে প্রায় ৩০ হাজার তরুন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সরকারি ভাবে ফ্রি আইটি প্রশিক্ষন পাবে প্রায় ৩০ হাজার তরুন - Shera TV
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

সরকারি ভাবে ফ্রি আইটি প্রশিক্ষন পাবে প্রায় ৩০ হাজার তরুন

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

তাহমিম আল আশিক:

সরকারি ভাবে ফ্রি আইটি প্রশিক্ষন পাবে প্রায় ৩০ হাজার তরুন বর্তমান সরকার আইসিটি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যেতে নানাবিধ পরিকল্পনা নিয়েছে ।তার ই অংশ হিসেবে হাইটেক পার্ক নির্মাণ সহ কিছু যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে ।কিছুদিন আগেই তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন ,নতুন উদ্যোক্তাদের ৬ মাসের ফ্রী অফিস স্পেস দেবে সরকার । এবার জুনাইদ আহমেদ পলক বললেন , ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরির কোনও বিকল্প নেই। বাংলাদেশকে একটি মেধানির্ভর অর্থনীতির দেশে পরিণত করতে আমরা ইতোমধ্যে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা পর্যায়ে আইটি ও হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ৩০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩ হাজার ৪১১ জন গ্র্যাজুয়েটের মধ্য থেকে ২০০ জনকে নির্বাচন করেছি। মেধাক্রম অনুসারে প্রথম ৫০ জন জাপান যাচ্ছে। আমি আশা করি এই প্রশিক্ষণের মাধ্যেমে আমরা দক্ষ আইটি কর্মী পাব। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, আমরা ইতোমধ্যে ১১ হাজারের বেশি জনের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছি। আরও প্রায় ৩ হাজার ১০০ জনের প্রশিক্ষণ চলছে। আরও ৪৫ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন আইটি কোম্পানিতে ৪ হাজার ৪৭৬ জনের কর্মসংস্থান হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360