মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “পৃথিবীর শ্রেষ্ঠ CEO” বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হিসেবেই দেশকে পরিচালনা করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশনেত্রী শেখ হাসিনা । নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অধরা স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করছেন নিরলসভাবে। তার নিরলস পরিশ্রমের সুফলও পাচ্ছে বাংলাদেশ।এমন প্রেক্ষাপটে প্রিয় বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দাঁড় করাতে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও অসাধারণ দায়িত্ববোধের ব্যাপক প্রশংসা করেছেন তথ্যপ্রযুক্তি খাতের সফল তরুণ উদ্যোক্তা ও আইটি প্রতিষ্ঠান ‘ফিফোটেক’- এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদ হোসেন। সুযোগ পেলে স্বার্থহীন পরিশ্রম ও দেশপ্রেমের জন্য স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে World’s Best CEO (পৃথিবীর শ্রেষ্ঠ সিইও) পুরষ্কার দেয়ারও ইচ্ছা পোষণ করেছেন তিনি। তার নিজের ফেসবুক পেইজ এ দেয়া বক্তব্যটি তুলে ধরা হল – “ মাননীয় প্রধানমন্ত্রী, নিজে না বললে কিছুই হয় না এখন আমাদের এই সোনার বাংলাদেশে। এই দেখুন আমারই ছোট্ট একটা কোম্পানি ফিফোটেক। আমি আমার বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মিলে চালাতে হিমশিম খাই। একটু এগিয়ে যাই তো একটু পিছিয়ে যাই। আর সেখানে বাংলাদেশকে একটা কোম্পানি হিসেবে চিন্তা করলেই মনে হয়, কিভাবে ডিপার্টমেন্টের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতা ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রী এক হাতে এত বিশাল একটা কোম্পানি পরিচালনা করছেন। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আমার দেখা শুধু বাংলাদেশের নয় পৃথিবীর শ্রেষ্ঠ “CEO” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এবং আমার কোম্পানির ফিফোটেক এর সকল কর্মকর্তার পক্ষ থেকে “পৃথিবীর শ্রেষ্ঠ CEO” এর পুরস্কার টি আপনাকে দিতে চাই। #ThankYouHPM”
লেখক: তৌহিদ হোসেন