সাতক্ষীরা, শ্যামনগর প্রতিনিধি:
বৈধ পথে টাকা পাঠাবো-দেশ উন্নয়নে অবদান রাখবো, প্রবাসীদের শ্রমে ঘামে কষ্টার্জিত টাকা দেশে নিশ্চিন্তে গ্রহন করার জন্য, আজ ১৮-০৯-১৯ বুধবার ইসলামী ব্যাংক বালিয়াডাঙ্গা এজেন্ট আউটলেট আয়োজনে প্রবাসী সুবিধা ভোগীদের এক সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রেরণের বিভিন্ন সুযোগ সুবিধা “অভিবাসীর অধিকার মর্যাদা ও ন্যায়বিচার” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট থেকে প্রবাসী গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সেবা,
বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যাংক একাউন্ট ছাড়াই ইসলামী ব্যাংকের সকল এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে সাথে সাথে নগদ তুলে নেয়া,
দেশ–ব্যাপী বিস্তৃত এজেন্ট ব্যাংকিং আউটলেটে এবং mCash এর মাধ্যমে রেমিট্যান্সের টাকা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া,
একাউন্ট ছাড়াই রেমিটেন্স কার্ডে বিদেশ থেকে টাকা পাঠানো যা ব্যাংকের যে কোন এজেন্ট ব্যাংকিং আউটলেট, ও ATM থেকে উঠানো,
RTGS এর মাধ্যমে ইসলামী ব্যাংকে পাঠানো রেমিট্যান্স অন্য যেকোনো ব্যাংকে জমা করা, সহ ইসলামী ব্যাংকের এজেন্ট প্রদত্ত সেবা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন, তিনি এ সময় বলেন ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর মধ্যে কোনো পার্থক্য নেই, ইসলামী ব্যাংক হলো মানবতার কল্যানের ব্যাংক এর সকল সেবা আপনাদের কাছে পৌছে দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মোঃ শাহানুর আলম, অফিসার গোলাম আক্তারুজ্জজামান, জুনিয়র অফিসার মইন উদ্দীন, বালিয়াডাঙ্গা এজেন্ট ব্যাকের এমডি মুরশীদ আলম, এজেন্ট ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।