ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের অবস্থিত ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের আর এ সি টেকনোলোজির উদ্যেগে স্থাপন হলো হলো অসহায়দের জন্য এক মানবতার দেয়াল,যেখানে বিত্তবান বা স্বচ্ছল মানুষ তাদের অপ্রয়োজনীয় বস্র অসহায় মানুষদের জন্য রেখে যেতে পারবেন,এবং সেখান থেকে সমাজের অস্বচ্ছল ব্যাক্তিরা বা এতিম অনাথ তাদের প্রয়োজনীয় বস্র নিতে পারবে(থাকা সাপেক্ষে) প্রথমে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের কিছু শিক্ষকের উদ্যেগে মানবতার দেয়াল স্থাপন হলেও পরে এগিয়ে আসে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা, তবে স্থানীয়রা ও শিক্ষার্থীরা এই মানবতার দেয়ালকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান,