খলিফা মাইনুল:
বরিশাল জেলার বাকের গঞ্জ থানাধীন নলুয়া ইউনিয়নের আফাল কাটি গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে নারীসহ একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে । শুক্রবার (২০সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। আহতরা হলো ১.মো:শাকিল হাওলাদার (২৫) ২. মোঃরাহাত ওরফে মোহাম্মদ (২০) ৩. মোঃ রমজান হাওলাদার (১২) সকলের পিতা মোঃআজিজ হাওলাদার ।৪. মোসা: রাসেদা বেগম (৪৫) স্বামী মোঃ আজিজ হাওলাদার। এদের অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনায় হয়ে যেতে পারে। বর্তমানে তারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহতদের ভাই রাসেল জানান, দীর্ঘদিন ধরে মোঃ রুলু আকন এর পরিবারের সাথে নানা সময় ভিবিন্ন সুত্রধরে তাদের সাথে শত্রুতা সৃষ্টি হয় । এ নিয়ে উভয়ের সাথে দ্বন্দ্ব বিরাজমান রয়েছে। একই সাথে আহত রাহাত বলেন, রুলু আকন গ; রা ভিবিন্ন সময় আজিজ হাওলাদারের স্ত্রী রাসেদা তথা আমার মা বাড়িতে একা থাকায় নানান সময় হত্যাসহ লাশ গুম করার ও হুমকি দেয়। এবং আমাদের পরিবার নিয়ে প্রতিনিয়ত ভয়ের ভিতরে দিন কাটাতে হয় এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিকে সাধারণ ঘটনাকে কেন্দ্র করে মোঃ জসিম হাওলাদার ও মনির আকন এবং কালাম এর নেতৃত্বে ১.মো:মিরাজ আকন (২২) ২.লামিয়া (১৯) ৩.ফাতেমা বেগম (৩৫) সকলের পিতা মোঃ রুলু আকন ৪. হেলেনা স্বামী রুলু আকন।৫.আল আমিন(৩৫) পিতা মোঃ মজিদ ফকির ।৬. বিজয় হাওলাদার পিতা মোঃ জসিম হাওলাদার এবং আবুল,জাকির ,মিনারা সহ অজ্ঞাত ১০/১২ জন আমাদের উপর হামলা করে। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র,রামদা,জিএ পাইপ,লাঠি ছোটা নিয়ে আলফা কাটি বাজারে বসে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম প্রেরণ করেন।এ ঘটনায় নিয়ে বাকের গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান ।