এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিলবিলাস নেছারিয়া ফাজিল মাদরাসার ৩বছর মেয়াদি পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে শুক্রবার সকালে বাউফল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অভিভাবক ও এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০ টার দিকে ওই মানববন্ধন শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন মো. জিল্লুর রহমান, মো. মহিউদ্দিন, মো. হাবিবুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, বিলবিলাস নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ দীর্ঘ প্রায় ২৫ বছর পর্যন্ত কাউকে না জানিয়ে গোপনে নিজের পছন্দ মত পকেট কমিটি করে আসছেন। যাতে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে মাদরাসার টাকা আত্মসাৎ করলেও এ বিষয়ে তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে না পারে। নতুন পকেট কমিটি অনুমোদনের জন্য বাংলাদেশ আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বরাবরে পাঠানো হয়েছে। তাঁরা ওই কমিটি অনুমোদন না দেওয়ার জন্য দাবি জানান।
অধ্যক্ষ আবদুল হান্নান আজিজি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঢাকায় চিকিৎসার জন্য এসেছি। তবে মাদরাসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সঠিক নিয়মেই পরিচালনা কমিটি গঠন করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।’##