আরিফুর রহমান আরিফ:
আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার’ এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় ঝালকাঠিতে দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৯ পালিত হয়েছে।। শনিবার (২১ সেপ্টেম্বর)পরিবর্তন চাই এর উদ্যোগে ও ‘সংশপ্তক’ এর ব্যবস্থাপনায় এ উপলক্ষে বিভিন্নক কর্মসূচির আয়োজন করা হয়। সংশপ্তকের প্রতিষ্ঠাতা ও পরিবর্তন চাই এর জেলা সমন্বয়কারী নবান্নীতা জাহান তানহার সভাপতিত্বে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ছাত্রলীগ নেতা আ ফ আজিম তালুকদার প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী বলেন, পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। সেই সচেতনতার প্রতিফলন ঘটাতে পারলেই এই সমাজটা, দেশটা আমাদের সামনে আরও সুন্দর হিসেবে পরিনত হবে। মহান স্বাধীনতা মাধ্যমে অর্জিত এই দেশকে আরও সুন্দরভাবে গড়তে নবীনদের একসাথে কাজ করতে হবে। জেলা প্রশাসক পরে সবার সাথে শহর পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন।