বরিশালে ডিইসিবির দিনব্যাপী সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বরিশালে ডিইসিবির দিনব্যাপী সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা - Shera TV
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

বরিশালে ডিইসিবির দিনব্যাপী সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়বারের মত বরিশালে ডিইসিবির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।

গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় বরিশাল নগরীর আসমত আলী খান (এ.কে) বিদ্যালয় এর হল রুমে দিনব্যাপী দ্বিতীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বরিশালে এমন বিতর্ক প্রতিযোগীতা আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা করেন তিনি।

ডিইসিবি সভাপতি শেখ সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আসমত আলী খান (এ.কে) বিদ্যালয়, প্রধান শিক্ষক এইচএম জসিম উদ্দিন, সরকারি  সৈয়দ হাতেম আলী কলেজের প্রভাষক মোঃ মাসুম বিল্লাহ, একে স্কুল সভাপতি  সৈয়দ গোলাম মাসুদ বাবুল, ফারইস্ট ইসলামী ব্যাংক বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমরান, এনডিএফবিডি প্রোগ্রাম সেক্রেটারি শাবেদুল ইসলাম সোহেল, বিডিএস সভাপতি শামীম মাহমুদ, ডিইসিবি বিতর্ক চ্যাম্পিয়নশীপ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ আবু সুফিয়ান শেখসহ সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল থেকে আসা বিতার্কিকরা উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা কার্যক্রম শুরু করা হয়। আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল ঢাকা অবজারভার, বাংলার বাণী এবং বরিশাল অবজারভার।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360