বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মদনপুরা ইউপি চেয়ারম্যান, সদস্য ও সুধিজনদের সাথে স্থানীয় সরকার প্রকল্পের কার্যকর ও জবাবদিহিতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও ইএএলজি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক অমিতাভ সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মো: হেমায়েত আহম্মেদ, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু।
সভায় সভাপতিত্ব করেন মদনপুরা ইউপি চেয়ারম্যান মো: গোলাম মস্তফা।
সভায় প্রধান অতিথি অমিতাভ সরকার স্থানীয় সরকারকে কাযকর ও জবাবদিহিতা মুলক প্রতিষ্ঠানে রূপান্তদরে ওয়ার্ড সভা থেকে গ্রহীত প্রকল্প সমূহের মধ্য থেকে জরুরী ও জনগুরুত্ব পূর্ণ প্রকল্প গ্রহনের উপর সর্বাধিক গুরুত্বরোপ করেন।