আরিফুর রহমান আরিফ:
আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২২ সেপ্টেম্বর) পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সভাপতিত্ব করেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্বিঘ্নে উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে তিনি পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম মাহমুদ হাসান পিপিএম(বার), সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপস্থিত ছিলেন।