কয়রা প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর সদস্যরা উপজেলার ৪নং কয়রা এলাকা থেকে দু’জনকে আটক করেছে। আটকৃতরা হলো স্থানীয় মোটর সাইকেল চালক আবু মুছা ও শাহানুর আলম। জানা গেছে, গত রোববার সকাল ৭টায় ৪নং কয়রা সরকারি পুকুর পাড় এলাকার সুন্দরবনের মাছ ও কাঁকড়া ব্যবসায়ি নুরহোসেনের বাড়িতে অভিযান চালায় র্যাবের ১০/১২ জন সদস্যের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যু সহযোগি নুরহোসেন দ্রুত সটকে পড়ে। র্যাব জানায়, নুরহোসেন সহ তার কয়েকজন সহযোগি দীর্ঘদিন ধরে সুন্দরবনে বনদস্যুদের নাম ব্যবহার করে শত শত জেলেদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করে আসছে। এর বিমিময়ে তারা মাছ ও কাঁকড়া ধরা জেলেদের নিকট স্লিপ সরবরাহ করে থাকে। সুন্দরবনের অভ্যন্তরে যে সকল জেলে স্লিপ দেখাতে পারে বনদস্যুর হাত থেকে তাদের রেহাই মেলে অন্যথায় নির্যাতনের শিকার হতে হয় জেলেদের।