বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সমাজের ঘৃনিত মাদক ছেড়ে আলোর পথে ফিরে আসা আত্ম সর্মপণকৃত চার মাদক ব্যবসায়ীকে পূর্ণবাসন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা দুপুর ১টার দিকে বাউফল থানা হল রুমে চার মাদক ব্যবসায়ীদের হাতে গ্যাস সিলিন্ডারসহ স্টোভ, সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্কাফিজুর রহমান, ওসি তদন্ত মাকসুদ মুরাদ, বাউফল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসরেফ হোসেন খাঁন, বাউফল প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খাঁন, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা
থানা সূত্রে জানা যায়, পৌর সভার ৯নং ওয়ার্ডে জুলাস মাতব্বর, দশপাড়া ইউনিয়নের সেলিম গাজী, সেলিম বিশ্বাস ও কালিশুরি ইউনিয়নের মিন্টু মীর মাদক ব্যবসা ছেড়ে স¦াভাবিক জীবনে ফিরে আসা আসায় পূর্নবাসন করা হয়। এছাড়াও জহির পাদ্যা নামের এক আত্ম-সর্মপণকৃত মাদব ব্যবসায়ীকে একটি চায়ের দোকনের ব্যবস্তা করে দেওয়া হয়ে।
পূর্ণবাসনে আর্থিক সহায়তাকারী কালাইয়া ইউপি চেয়য়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা বলেন, মাদক দেশ ও জাতীর শত্রু। সকল অপরাধের মুল মাদক। মাদককে নির্মূল করতে সরকার জিরো টলারেন্স অবস্থানে আছেন। বাউফলকে মাদক মুক্ত করতে প্রশাসন সহ আমরা জনপ্রতিনিধিগণ সচেষ্ট।