বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের বাউফল পৌর সভার নেতা মো: ইব্রাহিম মীর (৪৫) ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে।
রোববার রাত নয়টার দিকে উপজেলার আশুরীর হাট একালায় স্থানীয় জনগণ তাকে ১২পিছ ইয়াবাসহ আটক করে। পরে বাউফল থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে।
আটক ইব্রাহিম মীর বাউফল পৌর শহরের ফজলে এলাহী মীরের ছেলে।
ঘটনার স্যতা স্বীকার করে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় জনগণ ইব্রাহিম মীর নামের ওই ব্যক্তিকে ১২পিছ ইয়াবাসহ আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।