বাউফল প্রতিনিথি:
পটুয়াখালীর বাউফল থানা পুলিশের আয়োজনে স্কুল কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষক, মসজিদের ইমাম ও কাজীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়ছে।
সোমবার ( ২৩সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও পরির্দশক (তদন্ত) মাকসুদ মুরাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাউফল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: রফিকুল ইসলাম, বাউফল প্রেস ক্লাবের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ।
সভায় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রধানগণ বাউফলের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তেষ্ট। বাউফল পূর্বের থেকে সামাজিক অপরাধ প্রবণতা অধিক হারে হ্রাস পেয়েছে বলে দাবী করেন তারা।
এসময় বক্ত্যরা বিভিন্ন মতামত ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
সমাপনী বক্তৃতায় ওসি খন্দকার মোস্তাফিজুর বলেন, সকল অপরাধ নির্মূল করা পুলিশের পক্ষে সম্ভব না। আমরা সমাজের সকলে যদি সচেতন হই তাহলে অপরাধ থাকবে না। এসময় তিনি অভিভাবকদের তার সন্তানদের প্রতি নজর রাখার দির্দেশ দেয়।