আরিফুর রহমান আরিফ:
বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে নলছিটিতে উদযাপিত হলো ‘মীনা দিবস’। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশুশ্রম রোধ ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা ও কার্যকরী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ‘মীনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, আরজু বেগম, হাবিবুর রহমান প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।