নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ বরিশাল অঞ্চলের উদ্যোগে গতকাল বিকাল ৫ টায় বরিশাল নগরীর সিএন্ডবি কাজীপাড়া এলাকার বগুরা জামে মসজিদ পাঠাগারের দ্বিতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান সমিতি বরিশাল মিলনায়তনে শিক্ষামন্ত্রী ড দিপু মনি ‘র স্বামী এ্যাডভোকেট তওফিক নেওয়াজের আশু রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত। এসময় সুস্হতা কামনা করে বক্তব্য রাখেন স্বাশিপের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মিজানুর রহমান, জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সরোয়ার হোসেন, শিক্ষক নেতা অধ্যাপক গোলাম সারোয়ার, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোকলেসুর রাহমান মনি, বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ ইউনুস শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী নয়ন, শিক্ষক ফোরামের বিভাগীয় সদস্য সচিব হুমায়ূন কবীর সুমন প্রমুখ। এ সময় বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।