প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থেকে বাদ পড়লেন হুইপ পুত্র শারুন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থেকে বাদ পড়লেন হুইপ পুত্র শারুন - Shera TV
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থেকে বাদ পড়লেন হুইপ পুত্র শারুন

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

তাহমিম আল আশিক:

ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী তালিকাতে ছিলেন সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন । সম্প্রতি ঘটে যাওয়া নানান বিতর্কিত কর্মকাণ্ডে এবার সেই তালিকা থেকে বাদ পড়লেন শারুন । বুধবার (২ অক্টোবর) বিষয়টি সরকারের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী সরকারের চলমান অভিযানের বিরুদ্ধে প্রশ্ন তুলে হুইপ সামসুল হক শুধু জনগনের কাছেই নন দলমত নির্বিশেষে সবার কাছেই বিতর্কিত হয়েছেন । তার বিরুদ্ধে আওয়ামীলিগ এর নেতাদের একাংশ সহ প্রশাসনিক মহল থেকে ও অভিযোগ উঠেছে জুয়ার আসরে পৃষ্ঠপোষকতার। এরপরই বাবার বয়সী আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সম্পাদক মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে অশোভন আচরণ করে বিতর্কিত হন হুইপপুত্র শারুন। এ নিয়ে হুইপপুত্রের অডিও ফাঁস হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই একে-৪৭ রাইফেল হাতে যুদ্ধংদেহী মনোভাবে উপর্যুপরি ফায়ার এবং বিদেশি মদ বিলাসের ভিডিও এবং ছবি ভাইরাল হয় ফেসবুকে। এতে করে ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়া হুইপপুত্র শারুনকে সরকারি নীতি-নির্ধারকরা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফরসঙ্গীর তালিকা থেকে বাদ দিয়েছেন বলে জানা গেছে। সূত্র জানায়, চট্টগ্রাম চেম্বারের পরিচালক হিসেবেই নাজমুল করিম চৌধুরী শারুনকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মনোনীত করার প্রক্রিয়া শুরু হয়। এ বিষয়ে চেম্বার সচিব মো. ফারুক মন্তব্য করতে রাজি না হলেও হুইপপুত্র নাজমুল করিম চৌধুরী শারুন গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না। আমার পরিবার থেকে এসব বিষয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, আজ সকালে চারদিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফর। সফরের প্রথম দুই দিনে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিট’-এ যোগ দেবেন। সফরের শেষ দুই দিন ৫ ও ৬ অক্টোবর শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঐতিহাসিক হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360