নিজস্ব প্রতিবেদক:
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটকে কুমিল্লার সিমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব গোয়েন্দাদের একটি বিশেষ দল। আজ রোববার ভোর ৫টার সময় কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আরমানকেও ওই বাড়ী থেকে গ্রেফতার করে র্যাব। সন্ধ্যা থেকেই কুল্লিায় অবস্থান নেয় র্যাবের বিশেষ টিম। ভোর রাতে চৌদ্দগ্রামের ওই বাড়ীটি ঘিরে ফেলে। এক বাড়ী থেকেই স¤্রাট ও তার অপরাধ জগতের সহযোগি আরমানকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়। সকালে প্রথমে তাদের মতঝিল থানায় গ্রেফতার দেখানো হয়। সূত্র জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম সিমান্তের খুব কাছেই ভারতের রাধানগর। এই এলাকা দিয়ে তারা পালিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল। তার আগেই গোয়েন্দা নজরধারিতে থাকা স¤্রাটকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র এবং ক্যাসিনোর জুয়া নিয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি জানায়, স¤্রাট তার এক আত্মীয়ের বাসায় ঘনিষ্ঠ কয়েকজনসহ আত্মগোপনে ছিল। তবে তারা কুমিল্লা সিমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকার চেষ্টা করেছিল বলে জানা যায়।
এর আগে স¤্রাটের ডান হাত হিসেবে পরিচিত খালেদ ও জি কে শামীমকে গ্রেফতার করা হয় ঢাকা থেকে। দুবাই থেকে তাদের ঘনিষ্ঠ সহযোগি শীর্ষ সন্ত্রাসি জিসানকে গ্রেফতার করে ইন্টারপুল পুলিশ। তাকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় আগেই। ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনার পর থেকেই সম্রাট কোথায় অবস্থান করছেন তা নিয়ে ছিল ধু¤্রজাল।
সম্প্রতি মতিঝিলের ইয়ংমেনস, ওয়ান্ডারার্স, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও বনানীর গোল্ডেন ঢাকা ক্লাবে র্যাব অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করে দেয়। মতিঝিলের ক্লাবপাড়ায় মোহামেডান, আরামবাগ, দিলকুশা, ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো ছিল। এর মধ্যে ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালাতেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। বাকি পাঁচটি ক্লাবে ক্যাসিনো চালাতেন সম্রাটের লোকজন। সম্রাট নিজে ক্যাসিনো দেখাশোনা না করলেও তার ক্যাসিনো চালাতেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার এবং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাঈদ।##