আরিফুর রহমান আরিফ: আজকের শিশু আনবে আলো বিশ্বটাকে রাখবে ভালো এই প্রতিপাদ্য নিয়ে সোমবার ৭ অক্টোবর সকালে ঝালকাঠি জেলা প্রশাসন ও শিশু একাডেমি এর আয়োজনে শিশু দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী বিশ্ব শিশু দিবস ২০১৯ উপলক্ষে শিশু শোভাযাত্রার উদ্বোধন করেন। সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।বিদ্যালয়ের মিলনায়তেন অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহার আলী। অতিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, এনটিসিএফ নাসরিন আক্তার সারা ও জাহিদুল ইসলাম। এছাড়া উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।