ওবায়দুল কবির (সম্রাট),কয়রা(খুলনা)প্রতিনিধি:
কয়রা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে গত ৮ অক্টোবর সকাল ১০ টায় মসজিদ-ই-আবু বকর (রাঃ) এর দ্বিতীয় তলায় উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমামদের প্রশিক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ মঈনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন আল হেরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মুহাম্মদ আইয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ অধ্যক্ষ মাওঃ শফিকুল ইসলাম নেজামি, সাধারণ সম্পাদক মাওঃ মাসুদুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম। মাওলানা আশরাফুল আলম ও হাফেজ মুহাঃ মনিরুজ্জামানের পরিচালনায় কর্মশালায় দ্বীনি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বক্তব্য রাখেন আলহাজ মাওঃ হাবিল উদ্দিন অহেদী, মাওঃ আব্দুর রশিদ ইসলামপুরী, মাওঃ আব্দুল গণি, মাওঃ ফরিদ উদ্দিন, মাওঃ অলিউল্লাহ, মুফতি মোঃ জামিরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন জামে মসজিদের অর্ধ শতাধিক ইমাম উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন খেজুরবাগ জামে মসজিদের ইমাম মাওঃ হাবিবুল্লাহ বাহার।