আবরার হত্যা: নিউইয়র্কের রাস্তায় শাস্তির দাবি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আবরার হত্যা: নিউইয়র্কের রাস্তায় শাস্তির দাবি - Shera TV
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

আবরার হত্যা: নিউইয়র্কের রাস্তায় শাস্তির দাবি

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক:

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ঘাতকদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একইসঙ্গে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথাও বলেছেন ক্ষুব্ধ প্রবাসীরা।
মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচির নেতৃত্ব দেয় কুষ্টিয়া জেলা সমিতি। সংগঠনের সভাপতি আবু মুসা সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের পরিচালনায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি রাশেদুল আলম, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মমিন বিশ্বাস, সহ-সভাপতি কাজী পারভেজ বাবু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আম্বিয়া অন্তরা, ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ যুবায়ের প্রমুখ।

কর্মসূচিতে সকলের বক্তব্য ছিল দ্রুত আইনের আওতায় এনে অপরাধীদের বিচার করা, ভিসি ও প্রভোস্টের অপসারণসহ তারাও এই হত্যার সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখা।
‘আবরার হত্যাকাণ্ডে ক্ষুব্ধ গোটা কমিউনিটি। তবে এজন্য ছাত্রলীগকে সামগ্রিক অর্থে দায়ী করার উচিত হবে না। গুটিকতক সংগঠকের কারণে ঐতিহ্যবাহী একটি ছাত্র সংগঠনকে অপবাদ দেয়া সমীচিন নয়’ বলে মন্তব্য করেছেন সাধারণ প্রবাসীরা।

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলেই এ ধরনের বর্বরতা কমবে বলেও অভিমত পোষণ করেছেন সাবেক শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360