ফেনী নদী থেকে দীর্ঘদিন ধরেই ভারতের পানি চুরি করার অভিযোগ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ফেনী নদী থেকে দীর্ঘদিন ধরেই ভারতের পানি চুরি করার অভিযোগ - Shera TV
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

ফেনী নদী থেকে দীর্ঘদিন ধরেই ভারতের পানি চুরি করার অভিযোগ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

ফেনী নদী থেকে ভারতকে পানি দেয়ার চুক্তি নতুন হলেও জানা যায় দীর্ঘদিন ধরেই ভারত ফেনী  নদীর পানি নিয়ে যাচ্ছে । যদিও এ ব্যাপারে ইতোপূর্বে বাংলাদেশের সাথে তাদের কোন চুক্তি ছিল না ।

সীমান্তের জিরো লাইনে পাম্প বসিয়ে নদীটি থেকে পানি উত্তোলন করে আসছিল দেশটি।পানি উত্তোলন না করতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০১০ সালের জানুয়ারিতে ভারতের ত্রিপুরার সাবরুম শহরবাসীর খাবার পানি সরবরাহের জন্য ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি চেয়েছিল দেশটি।

এর প্রেক্ষিতে অভ্যন্তরীণ এক বৈঠকে মানবিক দৃষ্টিকোণে ভারতকে পানি দেয়ার সিদ্ধান্ত নিলেও পরে পানিসম্পদ সচিব পর্যায়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত নাা হওয়ায় সে সিদ্ধান্ত ভারতকে আর জানায়নি বাংলাদেশ।

কিন্তু পরে বাংলাদেশের অনুমতি না নিয়েই পাম্পের মাধ্যমে নদীর বিভিন্ন স্থান থেকে ৩৫ থেকে ৪০ কিউসেক পানি নদী থেকে উত্তোলন করা শুরু করে ভারত।

উল্লেখ্য, ফেনী নদীর উৎপত্তিস্থল বাংলাদেশেই। কিন্তু ভারতের পক্ষ দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, এ নদীর উৎপত্তি ত্রিপুরা রাজ্যে। অনুসন্ধান ও সরেজমিনে দেখা গেছে, এর উৎপত্তি মাটিরাঙ্গার ভগবানটিলায়। নদীর ১০৮ কিলোমিটারের কোনো অংশ ভারতের নয়। অবশেষে সর্বশেষ প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের চুক্তি সাক্ষরের মাধ্যমে ভারত আইনত বৈধতা নিয়ে নেয় ফেনী নদীর পানি অধিগ্রহনের।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360