বরিশালে মাদক ব্যবাসায় পুলিশের সম্পৃক্ত থাকার অভিযোগ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বরিশালে মাদক ব্যবাসায় পুলিশের সম্পৃক্ত থাকার অভিযোগ - Shera TV
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

বরিশালে মাদক ব্যবাসায় পুলিশের সম্পৃক্ত থাকার অভিযোগ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

বরিশালে অপরাধ প্রবনাতা কমানোয় যেখানে পুলিশের ভূমিকার দিকে তাকিয়ে থাকে জনগণ সেখানে উল্টো মাদক ব্যবসাসহ নানা অপরাধে পুলিশের জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। গত ২০ মাসে প্রায়  ৬৭৮ জন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, অপরাধ প্রমাণিত হলে পুলিশ হলেও তাদের ছাড় দেয়া হবে না।

গত ২২ সেপ্টেম্বর নগরির নথুল্লাবাদ এলাকা থেকে আড়াইশ’ পিস ইয়াবাসহ পুলিশ কন্সটেবল ইমরান হাওলাদার ও মোঃ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এর আগের সপ্তাহে ঘুষ ও মিথ্যা মামলার অভিযোগে বদলি করা হয় বরিশাল বন্দর ও এয়ারপোর্ট থানার দুই ওসিকে।

নানা অপরাধের কারণে ২০ মাসে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের ৬৭৮ জন সদস্যকে দণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা। এছাড়া, মাদক মামলায় জেলে আছে ৬ জন।

পুলিশ বাহিনীর মধ্যে অপরাধ প্রবণতা বাড়ার কথা স্বীকার করে কর্মকর্তারা বলছেন, এর আগে বরিশালে এতো বেশি পুলিশ সদস্যের দণ্ড পাওয়ার ঘটনা ঘটেনি।

পুলিশের অপরাধ কমাতে শাস্তির মাত্রা আরো কঠিন করা প্রয়োজন বলে মনে করছে সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360