আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় তার পরিবারকে বুয়েট থেকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

আইনজীবী শাহিন বাবুর পক্ষে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম ফায়েজ এ রিট করেন। রিটে বুয়েট কর্তৃপক্ষ, শিক্ষা সচিবসহ সংশ্নিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে একই সঙ্গে আবরারের হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে।

একেএম ফয়েজ রিট আবেদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

রিটকারী সূত্র জানায়, সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।

৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে।

এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনের নামে একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360