প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ‘খ’ ইউনিট এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । এবার পাসের হার ২৩.৭২ শতাংশ ।কলা অনুষদভুক্ত এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৪ শতাংশ। আজ রোববার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।
২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের পরীক্ষা হয়েছিল।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবারই প্রথমবারের মতো নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত অংশও ছিল। ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৫ হাজার ১৮ শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৪২ হাজার ৯৫৪ জন। লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮৮ পরীক্ষার্থী।আজ বেলা একটায় উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন।
যেভাবে ফল জানা যাবে ঃ
ফল জানা যাবে https://admission.eis.du.ac.bd/ ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রবেশ করে লগইন করে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলফাল জানতে পারবে ।