শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধে হাইকোর্টে রিট - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধে হাইকোর্টে রিট - Shera TV
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধে হাইকোর্টে রিট

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক:

দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ এবং র‌্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত‌্যার ঘটনায় তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

একইসঙ্গে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন তিনি। চলতি সপ্তাহে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী।
এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলতে দেয়া অসাংবিধানিক। এর কোনো আইনগত ভিত্তি নেই। বুয়েটের ছাত্র আবরারের নির্মম হত্যাকাণ্ডের পর প্রমাণ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি রাখার কোনো যৌক্তিকতা নেই।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360