রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি - Shera TV
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

অনলাইন ডেস্ক:

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে গত সোমবার (১৪ অক্টোবর)। কিন্তু আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বুধবার দুপুর ১টার আগের ৬ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজশাহীতে ১৫ মিলিমিটার বৃষ্টিসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে আজ।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এখন দেশে ট্রানজিশন পিরিয়ডের (বর্ষার বিদায় আর শুষ্ক মৌসুম বা শীতের আগমন) বৃষ্টি হচ্ছে। আর দু-একদিন হালকা বৃষ্টির পর তা বন্ধ হয়ে যেতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘বাংলাদেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে সত্য। এর মধ্য দিয়ে বর্ষারও বিদায় হলো। মৌসুমী বায়ু বিদায় নিলেও এখন ট্রানজিশন পিরিয়ড চলছে। এই সময় কোনো কারণে বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার (আর্দ্রতা) চলে আসে, তখন হালকা বৃষ্টি হয়। এ রকম মাঝে মাঝেই হয়।’

বিষয়টি আরও ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বঙ্গোপসাগর থেকে কোনো কারণে ময়েশ্চার (আর্দ্রতা) চলে আসা, এটা পূর্ব প্রবাহ। এর সঙ্গে পশ্চিমা লঘুচাপের প্রবাহ থাকলে ওই জায়গায় কনভার্ট হয়ে একটা মেঘমালার তৈরি হয় এবং স্থানীয়ভাবে বৃষ্টি হয়।’

বজলুর রশিদ বলেন, ‘এই বৃষ্টি দীর্ঘ সময় স্থায়ী হয় না। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়। তারপর এটা কমে যায়। আজ এবং আগামীকাল (বৃহস্পতিবার) অল্প বৃষ্টি হয়ে তা আর হবে না।’

রাজধানীর বাড্ডা এলাকায় টানা প্রায় ১ ঘণ্টা বৃষ্টি হয়েছে বুধবার। বিষয়টি নজরে আনলে তিনি বলেন, ‘আজ কিছু কিছু জায়গায় বেশি বৃষ্টি হয়েছে। অধিকাংশ জায়গাতে হালকা বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি অনেক সময় দীর্ঘক্ষণ ধরে হয়। আজ সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহীতে, ১৫ মিলিমিটার।’

বুধবার সকালের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার ঢাকায় সূর্য উঠবে ৫টা ৫৬ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360