অনলাইন ডেস্ক:
ভারতের রাজস্থানের একটি বাঘিনীকে নিজের করে নিতে প্রচণ্ড লড়াইয়ে মেতেছে দু’টি রয়েল বেঙ্গল টাইগার। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
বুধবার রাজস্থানের রানথামবোর ন্যাশনাল পার্কে তাদের লড়াইয়ের এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রবীন কাসওয়ান।
প্রবীন কাসওয়ান টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন সেই ভিডিও। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, লড়াই শুরু হতে একটু দূরে পালিয়ে যায় বাঘিনী। পেছনের দুই পায়ে দাঁড়িয়ে একে অপরের মুখোমুখি লড়াই করতে থাকে দুই বাঘ।
ভাইরাল সেই ভিডিওটি প্রসঙ্গে রানথামবোর ন্যাশনাল পার্কের এক মুখপাত্র জানিয়েছেন, শর্মীলি নামের এক জয়সিংপুর এলাকার বাঘিনীর দু’টি বাঘের জন্ম দেয়। লড়াইরত দুটি বাঘই তারা। এদের একটির নাম টি৫৭ সিংহস্থ, অপরটির নাম টি৫৮ রকি। যে বাঘিনীর জন্য বাঘ দু’টি লড়াই করছিল তার নাম নূর। তবে এই লড়াইয়ে দু’টি বাঘের কেউই গুরুতর আহত হয়নি।
আর এ লড়াইয়ে টাইগার টি৫৭ জয়ী হয়েছে বলে জানান প্রবীন কাসওয়ান।