সীমান্তে উত্তেজনা; বিজিবির গুলিতে বিএসএফ সদস্য নিহত, পালিয়ে বাঁচল বাকিরা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সীমান্তে উত্তেজনা; বিজিবির গুলিতে বিএসএফ সদস্য নিহত, পালিয়ে বাঁচল বাকিরা - Shera TV
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

সীমান্তে উত্তেজনা; বিজিবির গুলিতে বিএসএফ সদস্য নিহত, পালিয়ে বাঁচল বাকিরা

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলিতে এক ভারতীয় সীমান্ত রক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে সে দেশের কর্মকর্তারা জানিয়েছেন। তবে রাজশাহী জেলা বিজিবির কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস মাহমুদ বিবিসিকে জানিয়েছেন, বিএসএফের সৈন্য নিহত হবার কোন তথ্য প্রমাণ পায়নি বিজিবি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন ভারতীয় মৎসজীবিকে বর্ডার গার্ডস বাংলাদেশ-বিজিবি আটকে রেখেছে, এই অভিযোগ পেয়ে তারা যখন পতাকা বৈঠক করতে বিজিবি-র চৌকিতে গিয়েছিল, তারপরেই ঘটনা নাটকীয় মোড় নেয়।

বিএসএফ’র দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের ডিআইজি এসএস গুলেরিয়া জানিয়েছেন, ‘সকাল সাড়ে দশটা নাগাদ বাহিনীর পাঁচ সদস্যকে সঙ্গে নিয়ে পোস্ট কমান্ডার বিজিবি’র সঙ্গে পতাকা বৈঠক করতে যান।’

‘বৈঠকের পরেও আটক ভারতীয় মৎসজীবিকে ছাড়তে রাজী হয়নি এবং বিএসএফ’র সদস্যদের ঘিরে ফেলতে শুরু করে বিজিবি সদস্যরা।’

গুলেরিয়া বলেন, পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে দেখে বিএসএফ দল যখন স্পীডবোটে ফিরে আসছিল, তখন হঠাৎই বিজিবি সদস্যরা গুলি চালায়।

এ ব্যপারে রাজশাহী জেলা বিজিবির কমান্ডিং অফিসার জানিয়েছেন , ‘দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ দাবি করেছে তাদের একজন সৈন্য নিহত হয়েছে। কিন্তু আমরা এর কোন তথ্য প্রমাণ পাইনি। এখন দুই দেশই বিষয়টি নিয়ে তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবে।’

ভারতীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ঐ গোলাগুলিতে হেড কনস্টেবল বিজয়ভান সিংয়ের মাথায় গুলি লাগে, আর হাতে গুলি লাগে নৌকাচালকের। এ ছাড়া আরেক সদস্য আহত হয়েছেন পরে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বিজয়ভান সিং মারা যান বলে তারা জানান। এই ঘটনার পরে বিএসএফ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে গিয়েছেন। বিজিবি এবং বিএসএফ-এর মহাপরিচালকদের মধ্যে ফোনে কথাও হয়েছে বলে জানা গেছে।

এই প্রসঙ্গে বিএসএফ’র অবসরপ্রাপ্ত ডিআইজি সলিল কুমার মিত্র বিবিসি বাংলাকে বলেন, ‘এটা অভূতপূর্ব ঘটনা। এর আগে কখনো পতাকা বৈঠকের সময়ে গুলি চালানোর ইতিহাস নেই।’

‘পতাকা বৈঠক মানেই দুই বাহিনীর সম্মতি নিয়ে আলোচনা। সেখানে কেন বিজিবি গুলি চালালো, এটাই স্পষ্ট নয়। এরকম ঘটনা অনভিপ্রেত।’

এদিকে, বিজিবি কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস মাহমুদ  জানিয়েছেন, সীমান্তে এখন কোন উত্তেজনা নেই, তবে বিজিবি সব ধরনের পরিস্থিতি সামলানোর জন্য সতর্ক অবস্থায় রয়েছে।

তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, আজ সীমান্তে ভারতীয় জেলেরা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। এসময় বিজিবি বাধা দেয়। প্রথমে তারা গিয়ে ভারতীয় জেলেদের আটকের চেষ্টা করেন। এ সময় দুইজন পালিয়ে যান। আর একজনকে আটক করা সম্ভব হয়।
পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফকে বিষয়টি অবহিত করে। বিএসএফ সদস্যরা এসেই গালাগালি শুরু করে। বিজিবি এর প্রতিবাদ করলে তারা গুলি ছোড়ে। তখন বিজিবির পক্ষ থেকেও গুলি ছোড়া হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।

উল্লেখ্য, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সময়ে সীমান্তে গুলি চালালেও বাংলাদেশ সব সময়ই বন্ধু প্রতীম রাষ্ট্র হিসেবে নমনীয়তা ও সহনশীলতা দেখিয়ে এসেছে। সীমান্তে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও সীমান্ত এলাকার মানুষরা বিশ্বাস করেন এ ব্যপারে ২ই দেশই মীমাংসার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360