নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীর সুয়াত মাঠে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় জমকালো উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের ৮ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। তবে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে শুক্রবার দিনব্যাপি এই অনুষ্ঠান ছিল রাজধানীর বুকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য প্রয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাগরণী টিভির ব্যবস্থাপনা পরিচালক শুভ খান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বাণী পাঠ করেন ওয়ানগালা অনুষ্ঠানের উদযাপন পরিষদের সভাপতি মুকুল চিছাম। গারো সম্প্রদায়ের ‘ওয়ানগালা’ অনুষ্ঠানটি ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হিসেবে তারা দেখে থাকেন। ঐতিহ্যবাহি বিশাল এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল স্যাটেলাইট চ্যানেল ‘জাগরণী টিভি’।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ণ মন্ত্রী শ. ম রেজাউল করিম তার বক্তব্যে বলেন, ‘দেশের সব আদিবাসি বর্তমান সরকারের সময়ই সবচেয়ে নিরাপদ। আদিবাসিদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ‘জাগরণী টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শুভ খান বলেন, ‘ওয়ানগালা অনুষ্ঠান আমাদের বাঙ্গালি সংস্কৃতির অংশ। হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনার অহংকার। একে আমরা ধরে রাখবো আজীবন।’ তিনি আরো বলেন, ‘বাঙ্গালি সংস্কৃতির সাথে ওয়ানগালা উৎসবের মাধ্যমে ‘জাগরণি টিভি’ তাদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও জীবনমান বিকাশের ধারা তুলে ধরবে সব সময়।’ ওয়ানগালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকুল চিছাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাগর রিছিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সদস্য জুয়েল আরেং, এমপি, আওয়ামী লীগ নেতা (ঢাকা উত্তর) ওয়াকিল উদ্দিন, ধোবাউড়ার উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, জাগরণী টিভির হেড অব পোগ্রাম খ. ম. খুরশীদ ও হেড অব এইচআর এন্ড অ্যাডমিন মো: কামরুল হাসান সরকার। অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে রাখে।