১২ বছর জেল খেটে স্বাধীনতা এনে স্বাধীনতার স্বাদ পেলেন মাত্র ৩ বছর - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
১২ বছর জেল খেটে স্বাধীনতা এনে স্বাধীনতার স্বাদ পেলেন মাত্র ৩ বছর - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন

১২ বছর জেল খেটে স্বাধীনতা এনে স্বাধীনতার স্বাদ পেলেন মাত্র ৩ বছর

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ মানেই যেনো শেখ মুজিব। হাজার বছর পরাধীন থাকা বাঙ্গালী জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া বিস্ময়মানব শেখ মুজিবুর রহমান। বাঙ্গালীর হাজার বছরের অপূর্ন স্বাদকে স্বার্থক করতে নিজের জীবন যৌবনের অনেকগুলো দিন কাটিয়েছেন অন্ধকার কারাগারে।

শৈশবে স্কুল পড়ুয়া শেখ মুজিবুর রহমান ব্রিটিশ শাসনআমলেও ৭ দিন জেলহাজতে ছিলেন। জীবনের সর্বমোট ৪৬৮২ দিন জেলহাজতে থাকলেও বাকি সময় পুরাটা পাকিস্তান শাসনআমলে। বাংলা ও বাঙ্গালীর স্বাধিকার লড়াইয়ে একক নেতৃত্ব দেওয়া শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর বেঁচে ছিলেন মাত্র ১৩১৪ দিন।

কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই বঙ্গবন্ধু স্বাধীন বাংলার পরিকল্পনা করেছিলেন বলে বঙ্গবন্ধুর একসময়ের ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদ উল্লেখ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনের ১৪টি বছর কারাগারে ছিলেন। তিনি ১৯৩৮ সালে প্রথম কারাগারে যান। এরপর ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত তিনি পাঁচ দিন কারাগারে ছিলেন। একই বছর ১১ সেপ্টেম্বর আটক হয়ে মুক্তি পান ১৯৪৯ সালের ২১ জানুয়ারি। এ দফায় তিনি ১৩২ দিন কারাভোগ করেন। এরপর ১৯৪৯ সালের ১৯ এপ্রিল আবারও কারাগারে গিয়ে ৮০ দিন কারাভোগ করে মুক্তি পান ২৮ জুন। ওই দফায় তিনি ২৭ দিন কারাভোগ করেন। একই বছরের ১৯৪৯ সালের ২৫ অক্টোবর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৬৩ দিন এবং ১৯৫০ সালের ১ জানুয়ারি থেকে ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি টানা ৭৮৭ দিন কারাগারে ছিলেন।

১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভের পরও বঙ্গবন্ধুকে কারাগারে যেতে হয় বলে তোফায়েল আহমেদ জানান। তিনি বলেন, সে সময়ে বঙ্গবন্ধু ২০৬ দিন কারা ভোগ করেন। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক আইন জারির পর বঙ্গবন্ধু ১১ অক্টোবর গ্রেপ্তার হন। এ সময়ে টানা ১ হাজার ১৫৩ দিন তাঁকে কারাগারে কাটাতে হয়। এরপর ১৯৬২ সালের ৬ জানুয়ারি আবারও গ্রেপ্তার হয়ে মুক্তি পান ওই বছরের ১৮ জুন। এ দফায় তিনি কারাভোগ করেন ১৫৮ দিন। এরপর ’৬৪ ও ’৬৫ সালে বিভিন্ন মেয়াদে তিনি ৬৬৫ দিন কারাগারে ছিলেন। ছয় দফা দেওয়ার পর জাতির পিতা যেখানে সমাবেশ করতে গেছেন, সেখানেই গ্রেপ্তার হয়েছেন। ওই সময়ে তিনি ৩২টি জনসভা করে বিভিন্ন মেয়াদে ৯০ দিন কারাভোগ করেন। এরপর ৬৬ সালের ৮ মে আবারও গ্রেপ্তার হয়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পান। এ সময় তিনি ১ হাজার ২১ দিন কারাগারে ছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তান সরকার তাঁকে গ্রেপ্তার করে। এ দফায় তিনি কারাগারে ছিলেন ২৮৮ দিন।

বঙ্গবন্ধুকে ৭৫ সালের ১৫ আগষ্ট স্বপরিবারে নির্মমভাবে হত্যা করার সময় তার বয়স হয়েছিলো মাত্র ৫৫ বছর। ক্ষণজন্মা এই মহামানবটির এমন আত্মত্যাগ আমরা স্মরন করছি গভীর শ্রদ্ধাভরে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360