২২ অক্টোবর আসরের উদ্ধোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ অক্টোবর পাকিস্তান ও ২৫ অক্টোবর স্বাগতিক শ্রীলঙ্কার বিপেক্ষ খেলবে শায়লারা। ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে ২৭ অক্টোবর।
বাংলাদেশ নারী ইমার্জিং দল:
শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), মুরশিদা খাতুন, সোবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, রিতু মনি, ইসমা তানজীম, রুবায়া হায়দার ঝিলিক, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, রাবেয়া, মুমতা হেনা হাসনাত, ফারিয়া ইসলাম তৃষ্ণা ও সুমাইয়া আক্তার।
স্ট্যান্ডবাই: লাবনী আক্তার, জিনাত এশিয়া অর্থি ও তাজিয়া আক্তার।