জাপানে নির্বাচনী আচরন বিধী লংঘনের অভিযোগে সড়ে দাড়ালেন মন্ত্রী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
জাপানে নির্বাচনী আচরন বিধী লংঘনের অভিযোগে সড়ে দাড়ালেন মন্ত্রী - Shera TV
শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

জাপানে নির্বাচনী আচরন বিধী লংঘনের অভিযোগে সড়ে দাড়ালেন মন্ত্রী

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

জাপানের বানিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা নির্বাচনী আচরণ বিধী লংঘন করার অভিযোগে ফেসে গেছেন।

জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিবিদ তার সংসদীয় এলাকার ভোটারদের দামি বাঙ্গি, কমলা, মাছের ডিম এবং রয়েল জেলির মতো উপহার পাঠিয়েছিলেন। এমনকি মৃত এক সমর্থকের পরিবারকে ইশু ২০ হাজার ইয়েন দেয়ার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ দেশটির গণমাধ্যমগুলোর।

জাপানের নির্বাচনী আইনে নিজের সংসদীয় আসনের ভোটারদের অর্থ ও অন্যান্য উপহার দেয়া একদমই নিষিদ্ধ। ইশুর বিরুদ্ধে এ অভিযোগগুলো প্রথম হাজির করে জাপানের সাপ্তাহিক ম্যাগাজিন শুকান বুনশান। ইশুর সচিব মৃত ওই সমর্থকের পরিবারকে ২০ হাজার ইয়েন (১৮৫ ডলার) দেয়ার প্রস্তাব দেন বলেও জানায় তারা।  

বাণিজ্য মন্ত্রীর কার্যালয় থেকে তার সংসদীয় আসনের ভোটারদের পাঠানো কড মাছের ডিম ও কমলাসহ বিভিন্ন উপহারের তালিকাও প্রকাশ করেছে শুকান ম্যাগাজিন। উপহারগ্রহীতাদের পাঠানো ‘ধন্যবাদ বার্তা’ও ছেপে দিয়েছে তারা।

নিকেই এশিয়ান রিভিউকে শুক্রবার ইশু জানান, নির্বাচনী আইন লংঘন করেছেন কিনা, তা নিশ্চিত না হলেও তিনি পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।“আমার সমস্যার কারণে পার্লামেন্টের কর্মকাণ্ড শ্লথ হয়ে যাক, তা চাইনা আমি,” বলেছেন তিনি।

অন্যএক বিবৃতিতে ইশুর পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।এ সময় তিনি বলেন, “তাকে নিয়োগের দায় নিচ্ছি আমি। জাপানের জনগণের কাছে এ ব্যপারে  ক্ষমা চাইছি”।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360