স্পোর্টস ডেস্ক:
নিয়ম বহির্ভূত চুক্তি করায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তির কারণে সাকিব কারণ দর্শানোর নোটিশও পেতে পারেন।
শনিবার গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই কথা বলেন। তিনি বলেন, এই ধরনের চুক্তি কোনো ভাবেই সাকিব করতে পারে না। রবি আমাদের টাইটেল স্পন্সর। গ্রামীণ বিডই করল না। এতে তিন বছরে বোর্ডের প্রায় ৯০ কোটি টাকা লস যাবে। খেলোয়াড় লাভবান হলো। কিন্তু বোর্ডের তো ১২টা বেজে গেল।
পাপন বলেন, আমার জানামতে মন্ত্রণালয় থেকেও ওদের বলা আছে, না জানিয়ে টেলকোর সঙ্গে চুক্তি করা যাবে না। আমাদের সঙ্গে চুক্তি তো আছেই। তারপরও আমাদের না জানিয়ে কী করে চুক্তি করে? টাইমিংটা দেখুন। খেলা বন্ধ করে চুক্তি! এগুলো তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ।
গত ২২ অক্টোবর একটি টেলিকম কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী, জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় ইচ্ছেমত যে কোনো টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন না।
এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। আমরা ক্ষতিপূরণ দাবি করব। সেটি কোম্পানির কাছেও দাবি করব, খেলোয়াড়ের কাছেও।’
সেরা নিউজ/আকিব