চার বছর আগে ফ্লাডলাইটের আলোয় টেস্ট আয়োজন করা হলেও এর মধ্যে বাংলাদেশ বা ভারত, কোনো দলই দিন-রাতের টেস্ট খেলার স্বাদ পায়নি। এ অপেক্ষা ঘুচতে যাচ্ছে কিছুদিন পর। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের মধ্যে একটি টেস্ট দিবারাত্রির করার জন্য বিসিবির কাছে প্রস্তাব পাঠিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
বিসিসিআই এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সৌরভ গাংুলি এর আগে জানিয়েছিলেন, ভিরাট বাহিনির সাথে কথা বলেই দিবারাত্রির টেস্ট এর ব্যাপারে বাংলাদেশকে প্রস্তাব দেয়া হবে। যেহেতু বাংলাদেশ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ তাই বিসিসিআই চাচ্ছে বাংলাদেশের সাথেই দিবারাত্রির টেস্ট ম্যাচ এর অভিজ্ঞতা অর্জন করে নিতে।
বিসিসিআইয়ের কাছ থেকে প্রস্তাব আসার বিষয়টা আজ সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘এ ধরনের একটা আলোচনা চলছে। আমরা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, টেস্ট ম্যাচ এর আবেদন টিকিয়ে রাখতে ও দর্শক খড়া কাটাতে শুরু হয়েছিল দিবারাত্রির টেস্ট ম্যাচ এর প্রচলন। ইংল্যান্ড, অস্ট্রলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সহ বেশ কয়েকটি দেশ দিবা রাত্রির টেস্ট ম্যাচ খেলে ফেললেও বাংলাদেশ বা ভারত কেউই এখন ও দিবারাত্রির টেস্ট ম্যাচ এ অংশগ্রহণ করেনি।