অনলাইন ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মদিনা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু হয়েছে।
সোমবার দুপুর ১টা ১০ মিনিটে বিজি-০৩৭ ফ্লাইটে ২৪১ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মদিনাগামী বিমানটি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ফ্লাইটটি উদ্বোধন করেন।
এ
সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল
হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন
প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এই রুটে প্রতি সপ্তাহে (সোম, বুধ, বৃহস্পতি ও শনি) চারদিন ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রী সংখ্যা বিবেচনায় এই রুটে আগামীতে আরও বাড়ানো হবে।
তিনি বলেন, বিমানের রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকিট বিমানের সব বিক্রয় কেন্দ্র ও ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেনা যাবে। এ ছাড়া অনলাইনে বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (মোবাইল ০১৭৭৭৭১৫৬১৩-৬) থেকেও এই টিকিট কেনা যাবে। টিকিট কেনার সুনির্দিষ্ট তারিখ ও মূল্য শিগগিরই ঘোষণা করা হবে।
বর্তমানে বিশ্বের ১১টি দেশে ১৫টি রুটে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। এর মধ্যে ১৪টি রুটই এশিয়ায়। এশিয়ার বাইরে বিমানের একমাত্র ফ্লাইটটি চলাচল করে লন্ডনে।
সেরা নিউজ/আকিব