আজ মঙ্গলবার ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম সভাকক্ষে ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ এবং রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভায় সভাপতিত্ব করবেন।