তরুন সমাজকে জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
তরুন সমাজকে জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

তরুন সমাজকে জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

জঙ্গিবাদ এখন সমাজের অভিশাপ। এই অভিশাপে অকালেই ঝড়ে যায় অনেক তরুন, পরিণত হয় দেশ ও জাতির শত্রুতে।তাছাড়া জঙ্গিবাদ সমাজ ও দেশ সবকিছুর জন্যই হুমকিসরূপ। এই হুমকির হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ স্কাউটসের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লিখিত ভাষণে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ স্কাউটসের প্রধান রাষ্ট্রপতি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠানে যোগ দিতে না পারায় তার সচিব শ্যামাপদ বড়ুয়া স্কাউট কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতির লিখিত বক্তব্য পাঠ করেন।

তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকসহ সবার প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, সোনার বাংলাকে আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ এবং প্রযুক্তির অপব্যবহার করা থেকে দূরে রাখতে হবে।

সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে স্কাউট আন্দোলনকে জোরদার করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আনুষ্ঠানিক উপলক্ষ্য, সভা ও সেমিনার করে যা করা না যাবে, স্কাউট আন্দোলনের মাধ্যমে সেটি করা সম্ভব। বর্তমান উন্নয়ন টেকসই করতে সঠিক এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলার কোন বিকল্প নেই। ফলে, নেতৃত্ব ও স্কাউটের বিকেন্দ্রিকরণের মাধ্যমে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি বলেন, স্কাউট আন্দোলন আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। শিশু-কিশোর ও যুবদের চরিত্রবান, আত্মপ্রত্যয়ী, দেশপ্রেমিক, সেবাপরায়ন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ আন্দোলন ব্যাপক ভূমিকা রেখে চলেছে। আমাদের শিশু-কিশোর-তরুণ-যুবরাও স্কাউট কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দেশ গঠনে অবদান রাখছে। তারা দুযোর্গকালীন দ্রুত সাড়াদান, নিরাপদ সড়ক ক্যাম্পেইন, জঙ্গিবাদ ও মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি পালন, হজ ক্যাম্প, স্যানিটেশন, বৃক্ষরোপন ও পরিবেশ রক্ষার মতো সমাজ গঠনমূলক কাজে ভূমিকা রাখছে। এ জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী, বাংলাদেশ স্কাউটসের চীফ ন্যাশনাল কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. এম. মোজ্জামেল হক খান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360