পবিত্র ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক:

আগামী ১০ নভেম্বর (রবিবার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ মঙ্গলবার বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (৩০ অক্টোবর) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এতে আগামী রবিবার (১০ নভেম্বর) মোতাবেক ১২ রবিউল আউয়াল সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। 

এদিনটি আল্লাহর প্রিয় হাবিব, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে শুভাগমন বা জন্মদিন উপলক্ষে মুসলিম উম্মহার কাছে দিনটি আনন্দের দিন হিসেবে উদযাপিত হয়।  মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আগামী ১০ নভেম্বর (রবিবার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মো. আনিছুর রহমান। 

সভায় ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) মো. খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মো. শাহিদুজ্জামান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360