পেঁয়াজের ‘আকাশছোঁয়া’দাম যেন কিছুতেই কমছেনা। পেঁয়াজের এমন মূল্যের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, সরকার উত্তপ্ত বাজারকে স্থিতিশীল করার পদক্ষেপ না নিয়ে জনগণের সাথে মশকরা করছে।
তিনি আরও বলেন‘অতীতে ঈদুল আজহার পরে পেঁয়াজের দাম কমে যেত, তবে আমরা এখন বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। ঈদের পর থেকে ধীরে ধীরে দাম বাড়ছে। এটি এখন প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে…আপেলের চেয়েও ব্যয়বহুল। এটা তো এক ধরনের মশকরা হচ্ছে ‘।
উল্লেখ্য, ভারত হুট করে বাংলাদেশকে না জানিয়ে পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশে হু হু করে পেঁয়াজের দাম বৃদ্ধি করতে শুরু করে। যা এখন ১৪০ /১৫০ টাকা কেজিতে এসে ঠেকেছে।