আবারও সেরা হলেন সাকিব আল হাসান।মাঠের মত মাঠের বাইরেও সাকিবের শ্রেষ্ঠত্ব বিরাজমান। গত ২০১৭-১৮ অর্থ বছরে খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছিলেন সাকিব। গতবছরের ধারাবাহিকতা বজায় রেখে ২০১৮-১৯ অর্থ বছরেও সেরা করদাতা হলেন সাকিব।
এদিকে বেশ টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান।ক্যারিয়ার এর সেরা সময় পার করছিলেন ঠিক এমন সময়েই গত ৩০ এ অক্টোবর আইসিসি থেকে তার উপর ২ই বছরের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে জুয়ারিদের সাথে যোগাযোগের খবর আইসিসিকে অবহিত না করার অভিযোগে। তবে সাকিব নিজের দোষ স্বীকার করে নেয়ায় তার শাস্তি কমিয়ে ১ বছর করা হয়েছে। এমতাবাস্থায় এবার ও আয়কর প্রদানে সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রতিবারের ন্যায় করদাতাদের উৎসাহিত করার জন্য এবছর এনবিআর থেকে যাচাই ও বাচাই শেষে এ বছর মোট ৩৬ ক্যাটাগরিতে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরুষ্কৃত করা হবে।