চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশনে খুঁজে পাওয়া শিশু সাকিবকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রেলওয়ের পূর্বাঞ্চলের আরএনবির উপপরিদর্শক মোহাম্মদ শওকত হোসেন ওই শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন।
জানা গেছে, গত ২১ অক্টোবর পাহাড়তলীর ঝর্ণাপাড়া এলাকার বাসার সামনে থেকে নিখোঁজ হয় সাকিব। পরে ২৩ অক্টোবর পাহাড়তলী রেলওয়ে স্টেশনে কান্নাকাটিরত অবস্থায় এক হকার তাঁকে উদ্ধার করেন। পরে ওই হকার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. আবুল হোসেন ও উপপরিদর্শক মোহাম্মদ শওকত হোসেনের সঙ্গে যোগাযোগ করেন এবং সাকিবকে তাঁদের কাছে হস্তান্তর করেন। পরে শিশুটির পরিচয় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা হয়। এ সময় ওই শিশুটির পরিচয় সম্পর্কে জানা যায়।