স্পোর্টস ডেস্কঃ জমকালো ভাবেই আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ ।মূলত সৌরভ গাঙ্গুলি বিসিসিআই এর নতুন সভাপতি হওয়াতেই এত তোরজোড় । সিরিজটি জাঁকজমকপূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তিনি।
এই সিরিজেই আয়োজিত হতে
যাচ্ছে বাংলাদেশ ও ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট।যা আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যস্ত সময় পার করছে। চলতি মাসের ২২ তারিখে কলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত দিবারাত্রির টেস্ট খেলা হবে গোলাপি বলে। এজন্য এসজি ব্র্যান্ডের ৭২ টি বল অর্ডার করেছে বিসিসিআই।
শুধুই বল নিয়েই চিন্তা করছে না ভারতীয় বোর্ড। কলকাতায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক টস করবেন সোনার কয়েন দিয়ে। বিশেষ ডিজাইনের টিকিট ও সোনার কয়েনে টস করার জন্য বোর্ডের কাছে অনুমোদন চেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
কলকাতার এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কাস্টোমাইজড শার্ট এবং টাইও তৈরি করা হচ্ছে। যা সিএবির বিশিষ্ট কর্তা ও বাংলাদেশের আমন্ত্রিতদের দেওয়ার পরিকল্পনা তাদের।
বিশেষ টেস্ট নিয়ে চিন্তা-ভাবনা শুধুমাত্র গোলাপি বল আর সোনার কয়েনেই সীমাবদ্ধ নয়। প্যারাট্রুপার নিচে নেমে আসবেন হেলিকপ্টার থেকে। তার হাতেই থাকবে বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি।
১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। তারপরে কলকাতার ইডেনে আগামী ২২ নভেম্বর শেষ টেস্টটি ফ্লাড লাইটের আলোতে খেলবে মুমিনুলরা।