নিউজ ডেস্কঃ
ক্তরাজ্যে ২০০৭ সালের হত্যাকান্ড মামলায় কঠিন সাজার সম্মুখীন হতে যাচ্ছেন এক বাংলাদেশি।নিজ স্ত্রী ও দুই কন্যা সন্তানকে হত্যার দায়ে আজীবন দণ্ডের পথে এক বাংলাদেশি। ২০০৭ সালের এ হত্যাকাণ্ডের পর পালিয়ে বাংলাদেশে ও পরে ভারতে আশ্রয় নিলেও তার শেষ রক্ষা হচ্ছে না। যুক্তরাজ্যের পুলিশ তাকে ভারত থেকে লন্ডন নিয়ে যায় এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে দোষী ঘোষণা করা হয়েছে।
আব্দুল শাকুর নামের ৪৬ বছর বয়সী ওই প্রবাসী ২০০৭ সালে ইংরেজি নববর্ষের দিন স্ত্রী জুলি বেগম (২৬) ও দুই মেয়ে আনিকা (৫) ও থানহা খানমকে (৬) হত্যা করে বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত শেষে , তিনজনের মধ্যে শ্বাসরোধের কারণে মৃত্যু হয় জুলির। থানহার মৃত্যু হয় মাথায় আঘাতে এবং আনিকার রশি পেঁচিয়ে শ্বাসরোধে।
বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে লন্ডনের ওল্ড বেইলি আদালত। চলতি বছরের শুরুতে তাকে ভারত থেকে যুক্তরাজ্য নেয়া হয়। শিগগিরই তার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। যুক্তরাজ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ থাকায় তার সর্বোচ্চ সাজা (যাবজ্জীবন কারাদণ্ড) হতে পারে।