আন্তর্জাতিক ডেস্ক:
ভয়ঙ্কর রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। শুক্রবার রাতে লস এঞ্জেলেসের ভেনচুরা কাউন্টিতে নতুন করে আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে সাতশ একর জমিতে তা ছড়িয়ে পড়ে।
এদিকে, গত কয়েক দিনের দাবানলে স্থবির ক্যালিফোর্নিয়া ও সোনোমা এলাকার মানুষের জীবনযাত্রা। জরুরি অবস্থা জারি করা হয়েছিল ক্যালিফোর্নিয়া রাজ্যে। উত্তর ক্যালিফোর্নিয়ার ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১ লাখ ঘর-বাড়িতে। এক সংবাদ সম্মেলনে পিজিঅ্যান্ডই’র এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়িসহ উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে, পরিস্থিতি সামাল দিতে লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে কাজ করছেন ফায়ার সার্ভিসের শত শত কর্মী। শুক্রবারের দাবানলে এখন পর্যন্ত নয় হাজার একর জমি পুড়েছে। আগুনের কবলে পড়ে ভেনচুরা কাউন্টির অন্তত ২৭০০ স্থাপনা হুমকির মুখে পড়েছে।অন্তত ১১ হাজার নাগরিককে লোকালয় থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।