বিনোদন ডেস্ক ঃ বলিউডের হার্টথ্রব নায়িকা ক্যাটরিনা কাইফের সাথে এর আগে নাম জড়িয়েছিল বলিউড সুপারস্টার সালমান খানের।বলিউড পাড়ায় কানপাতলেই শোনা যেত ক্যাট-সালমান রসায়নের কথা।সে পাট চুকে যাওয়ার পর শোনা গিয়েছিল অভিনেতা রণবীর কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা। সেই প্রেমও টেকেনি। দীর্ঘদিন একা ছিলেন এ আবেদনময়ী।
তবে নতুন খবর, ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে, দীর্ঘদিন পর এবার ভালোবাসার নতুন মানুষ খুঁজে পেয়েছেন ক্যাটরিনা। আর এবার পাত্রের নাম বলিউড তারকা ভিকি কুশল। ভিকির সঙ্গে ক্যাটরিনাকে প্রায়ই বিভিন্ন জায়গায় দেখা যাওয়ায় সেই গুঞ্জনের পালে লাগছে হাওয়া।
সম্প্রতি দীপাবলির একটি পার্টিতে ক্যাটরিনা-ভিকিকে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। আর এ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন তথ্য দিলেন ক্যাটরিনার এক বন্ধু।ক্যাটরিনার এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে ডেক্কান ক্রনিকল প্রতিবেদনে জানায়, ‘ক্যাটরিনা ও ভিকিকে যদিও আনুষ্ঠানিকভাবে সম্পর্কে দেখা যাচ্ছে না, কিন্তু তারা নিঃসন্দেহে একে অপরের সঙ্গ পছন্দ করছেন। বোঝাই যায়, তাঁরা ফোনেও কথা বলছেন। আমি বলব, তাঁদের সম্পর্কটি গড়ে উঠছে। তাঁদের সময় ও সুযোগ দেওয়া উচিত আমাদের, তাই না?’
রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর, নতুন করে সম্পর্কে জড়ানোর ব্যাপারে সময় চেয়েছিলেন ক্যাটরিনা। অন্যদিকে, এখন ক্যাটরিনার সান্নিধ্য পেয়ে বেশ আনন্দিত ভিকি। এরই মধ্যে বন্ধুদের কাছে ক্যাটরিনার প্রশংসাও করেছেন তিনি।
যা-ই হোক, আগামীতে ক্যাটরিনা ও ভিকিকে একসঙ্গে বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। ভিকি যে ক্যাটরিনার প্রতি আগ্রহী, তা এরই মধ্যে স্পষ্ট হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ক্যামেরার সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনার সাবেক প্রেমিক বলিউড সুপারস্টার সালমান খান। এখন দেখার বিষয়, ভিকি ও ক্যাটরিনার জল কতদূর গড়ায় নাকি এবারও থেমে যাবে সব কানাঘুষাতেই।