বিনোদন ডেস্ক ঃবলিউডের লাস্যময়ি নায়িকা দিশা পাটানি এখন সবচেয়ে আলোচিত। সম্প্রতি সালমান খানের সঙ্গে সিনেমায় একটি আইটেম গানে অংশ নিয়ে ব্যাপকভাবে আলোড়ন তুলেছেন এই আবেদনময়ী নায়িকা।
শুধু তাই নয়, সালমানের নতুন সিনেমা ‘রাধে’-তে নায়িকা হয়েও হৈ চৈ ফেলে দিয়েছেন দিশা। বলিউডের ৩খানের কারো সাথে অভিনয় মানেই সবার নজর কেড়ে নেয়।এদিকে, নতুন করে এই অভিনেত্রী আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন একটি ছবি পোস্ট করে। সেখানে তাকে প্যান্টের চেন খুলে অন্তর্বাস প্রদর্শন করতে দেখা যাচ্ছে। বিখ্যাত একটি অর্ন্তবাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর দিশা। আর সেই প্রতিষ্ঠানের একটি ফটোশুটেই এবার প্যান্টের চেন খুলে লাল প্যান্টি সকলকে দেখালেন তিনি। সেই সঙ্গে কালো স্পোর্টস ব্রাতে দেখালেন শরীরের ভাঁজও। নিজেই সেই ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, থিম প্যানকেক ও ফ্রেঞ্চটোস্ট।
কয়েক সপ্তাহ আগেই খোলামেলা ছবি দিয়ে সমালোচিত হয়েছিলেন এই তারকা। নতুন এই ছবি দিয়ে ফের তোলপাড় ফেলে দিলেন তিনি।গ্ল্যামার দুনিয়ায় দিশা পাটানির আত্মপ্রকাশ একটি বিজ্ঞাপণের মধ্যে দিয়ে। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। একে একে তিনি নিজের শক্ত অবস্থান গড়ে নিয়েছেন কঠিন প্রতিযোগিতার বলিউডে।তৈরি হয়ে তার ভক্ত সমর্থক গোষ্ঠি। ইন্সটাগ্রামে ভক্ত সংখ্যাও চমকে যাওয়ার মতন।মূলতে, যৌন আবেদনময়ী লুক দিয়েই তিনি তার ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।